রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় দাম্পত্য কলহের জেরে মা তার সাড়ে ৩ বছরের এক শিশুকন্যাকে পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। একই ঘটনায় ৬ মাস বয়সী এক শিশুপুত্রও আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাতে সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করেন।
নিহত শিশুর নাম আয়না নূর ইসলাম। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খিলগাঁও থানার উপপরিদর্শক (এসআই) গোলজার হোসেন জানান, সন্তান হত্যার অভিযোগে শিশুটির মা তসনিম চৌধুরী ছোয়াকে (৩০) আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
শুক্রবার রাতে অচেতন অবস্থায় শিশু আয়না নুরকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন। আর ছয় মাস বয়সী শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এসআই গোলজার হোসেন জানান, নিহত শিশুটির মুখমণ্ডল, মাথা, চোখের নিচে ও বুকে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহত আয়না নুরের বাবা এসএম আতিকুল ইসলাম ও মা তসনিম চৌধুরী ছোয়ার মধ্যে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। স্বামী সিদ্ধেশ্বরী এলাকায় বসবাস করতেন। আর স্ত্রী সন্তানদের নিয়ে দক্ষিণ বনশ্রী এল ব্লক ১২ নম্বর রোডের একটি বাসায় থাকতেন। দাম্পত্য কলহের জেরে মা প্রতিহিংসাপরায়ণ হয়ে সন্তানদের ওপর নির্যাতন চালান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ওই নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।
এআই/এমবি