রাজধানীর হাতিরঝিলের উলন পোড়াবাড়ি এলাকায় দুর্বৃত্তের গুলিতে দুইজন আহত হয়েছেন। তারা হলেন- হাতিরঝিল উলন পোড়াবাড়ি এলাকার মো. জিলানী (৫৫) ও শুভ (১৮)।
শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত জিলানির মেয়ে শেফালী আক্তার জানিয়েছেন, তার বাবা একজন রিকশাচালক। রিকশা না চালালে রাস্তায় মৌসুমি ফল বিক্রি করেন। বাসার পাশেই রাত সোয়া ৯টায় রাস্তার পাশে কলা-বরই বিক্রয়ের করা সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। ওই সময়ে সেখানে অনেকেই দৌড়াদৌড়ি করছিল। হঠাৎ সেখানে বাবার পেটে গুলি লাগে।
তিনি বলেন, আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। আমার ছোট ভাইও সামান্য আহত হয়েছে। সে বাসায় আছে। শুনেছি শুভ নামে এক ছেলেও আহত হয়েছে।
ঢামেক ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, আহত শুভ প্রাথমিক চিকিৎসা নিয়েছে ও আহত জিলানীর চিকিৎসা চলছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
তবে আহতরা গুলিবিদ্ধ হয়েছে কিনা সে বিষয় নিশ্চিত হতে পারেননি পুলিশের ঐ কর্মকর্তা।
এআইবি/ওএফ