পাট অধিদপ্তরের ডিসপ্লে বোর্ডে শেখ মুজিব ও হাসিনার ভিডিও
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২০
এবার রাজধানীর মতিঝিলে পাট অধিদপ্তরের ডিসপ্লে বোর্ডেই চালানো হলো শেখ মুজিবুর রহমান ও তার কন্যা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও। অথচ ওই বোর্ডটি অধিদপ্তরের মহাপরিচালকের (ডিজি) নিয়ন্ত্রণে থাকার কথা। কিন্তু ডিজি নিয়ন্ত্রিত বোর্ডে কে বা কারা এবং কীভাবে এই ভিডিও প্রচার করেছে তা নিয়ে খোদ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত জনতা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেধড়ক পিটুনি দেন বলেও জানা গেছে। পিটুনিতে অধিদপ্তরের নিরাপত্তাকর্মীসহ চারজন আহত হয়েছেন। তবে মারধরকারীদের পরিচয় নিশ্চিত হতে পারেননি তারা।
জানতে চাইলে মারধরের শিকার অধিপ্তরের এক কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের খবরকে বলেন, ‘আমরা অফিসের গেটে বসে ছিলাম। উপরের ডিসপ্লে বোর্ডে শেখ মুজিব ও তার কন্যা শেখ হাসিনার ভিডিও চলছিল। আমরা টের পাইনি, দেখতেও পাইনি। এমতাবস্থায় বেশ ক’জন লোক এসে আমাদের অতর্কিত মারধর শুরু করে। মারতে মারতে বাইরের রাস্তায় নিয়ে যায়। কিল-ঘুষিসহ রাস্তায় শুইয়ে পা দিয়ে আঘাত করে আমাদের।’
তিনি বলেন, ‘আমরা বারবার বলেছি, এটা (প্রচারিত ভিডিও) সম্পর্কে আমরা কিছুই জানি না। এটা (ডিসপ্লে বোর্ড) ডিজি স্যারের নিয়ন্ত্রণে থাকে। মারধরকারীদের এসব বললেও তারা কোনো কথাই শোনেননি।’
তিনি আরও বলেন, ‘মারধরের পর তারা (মারধরকারীরা) ডিজি স্যারের সাথেও দেখা করেন। সেখানে কী কথা হয়েছে তা আমরা জানি না।’
এদিকে ঘটনার পর দুপুরের দিকে সরেজমিন গিয়ে দেখা যায়, অধিদপ্তরের কর্মচারীরা ডিসপ্লে বোর্ডটি খুলে নিচে নামিয়ে নেন। বোর্ডটি খোলার কারণ জানতে চাইলে তারাও কোনো কথা বলতে রাজি হননি।
জানতে চাইলে পাট অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জিনাত আরা বাংলাদেশের খবরকে বলেন, ‘ঘটনা ঘটেছে। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা হার্ডলাইনে আছি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা, সচিব স্যারেরাও এ বিষয়ে অবগত আছেন।’
মারধরকারীরা আপনার সাথে সাক্ষাৎ করেছে, তারা কারা বা তাদের সাথে কী কথা হয়েছে- এমন প্রশ্নের উত্তর দেননি ডিজি।
তবে মারধরের শিকার কর্মচারীদের একজন ক্ষোভ প্রকাশ (নাম প্রকাশ না করার শর্তে) করে বাংলাদেশের খবরকে বলেন, ‘ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতন হয়েছে ৬-৭ মাস আগে। এতদিনেও কেন তারা এগুলো ডিলেট করল না? এখন কেউ পরিকল্পিতভাবে করুক বা ভুলবশত করুক, ডিলেট করে ফেললে তো আজকের ঘটনাটি ঘটত না।’
জানতে চাইলে তিনি আরও বলেন, ‘ডিসপ্লে বোর্ড পুরোপুরি ডিজি স্যারের নিয়ন্ত্রণে। সেখানে কোন দৃশ্য শো করবে, কোনটি করবে না, সেটি ওনার সিদ্ধান্তেই হবে। তিনি অবগত না থাকলে বোর্ডে কোনো দৃশ্যই চলার কথা না। খুঁজে বের করা দরকার, আসলে কে বা কারা ভিডিও চালিয়েছে।’
এর আগে গত ১২ জানুয়ারি রাত ১২টায় ঢাকার গেন্ডারিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের ভবনে লাগানো ডিসপ্লে বোর্ডেও ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ লেখা ভেসে ওঠে। যা নিয়ে অধিদপ্তরসহ বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনাও হয়।
এনএমএম/এমজে