Logo

রাজধানী

রাস্তা পার হতে গিয়ে কোথায় হারালো ১১ বছরের শিশু সুবা?

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:১৩

রাস্তা পার হতে গিয়ে কোথায় হারালো ১১ বছরের শিশু সুবা?

ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় আসে ১১ বছরের শিশু আরাবি ইসলাম সুবা। তবে রোববার (২ জানুয়ারি) সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ রয়েছে। মোহাম্মদপুরের কৃষি মার্কেট সংলগ্ন প্রিন্স বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় সে হারিয়ে যায়।  

নিখোঁজ সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। ঘটনার দিন সে বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয়েছিল। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সে হাঁটছে। সেখানে তার ফুফাতো ভাইয়ের পাশাপাশি আরও একজনকে দেখা গেছে।  

এ ঘটনায় মেয়ের সন্ধান চেয়ে আদাবর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুবার বাবা ইমরান রাজিব। সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় তিনি জিডি করেন।  

সুবার পরিবার জানায়, সম্প্রতি জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালে তার মায়ের কেমোথেরাপি শুরু হয়। চিকিৎসার সুবিধার্থে কয়েকদিন আগে মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকার এক আত্মীয়ের বাসায় ওঠেন তারা। রোববার সন্ধ্যায় ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। রাস্তা পার হওয়ার সময় ভাই কিছুটা এগিয়ে গেলে সে পেছনে ফিরে দেখে সুবা আর নেই।  

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বলেন, শিশুটির বাবা নিখোঁজের অভিযোগে থানায় জিডি করেছেন। আমরা মেয়েটিকে খুঁজে বের করার চেষ্টা করছি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।  

এদিকে শিশুটির ছবিসহ নিখোঁজের খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনেকেই সন্ধান চেয়ে পোস্ট দিচ্ছেন। সুবার বাবা ইমরান রাজিব নিজের ফেসবুকে এক পোস্টে লিখেছেন, “আমার কলিজার পাখিটা,  আরাবি ইসলাম সুবা (বয়স ১১) আজ (রোববার) সন্ধ্যা ৬টার দিকে মোহাম্মদপুর প্রিন্স বাজার (কৃষি মার্কেট সংলগ্ন) তিন রাস্তার মোড় থেকে হারিয়ে যায়। ওর পরনে ছিল কালো প্যান্ট ও গোলাপি রঙের টি শার্ট। 

যদি কোনো সহৃদয়বান ব্যক্তি রিং রোড, তাজমহল রোড, সলিমুল্লাহ রোডের আশেপাশে দেখে থাকেন অবশ্যই নিম্নোক্ত নাম্বারে কল করার অনুরোধ রইল-

01712-985858 (মেয়ের বাবা)।” 

সুবাকে দ্রুত খুঁজে পেতে পুলিশ ও সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে তার পরিবার। 

এনএমএম/এমএইচএস/এইচকে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর