Logo

রাজধানী

খোঁজ মিলল সুবার, জানা গেল অবস্থান

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৩

খোঁজ মিলল সুবার, জানা গেল অবস্থান

ক্যানসার আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে ঢাকা এসে নিখোঁজ হওয়া আরাবি ইসলাম সুবার অবস্থান শনাক্ত করেছে পুলিশ। সুবার দেখা মিলেছে নওগাঁ জেলায়। তবে তাকে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ।

পুলিশ বলছে, মেয়েটিকে শনাক্ত করা হয়েছে নওগাঁয়। তবে কৌশলগত কারণে এখনো উদ্ধার করা যায়নি। শিগগির তাকে উদ্ধার করা হবে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বাংলাদেশের খবরকে বলেন, ‘মেয়েটিকে নওগাঁ জেলায় দেখা গেছে। শনাক্ত করা হয়েছে। তবে কৌশলগত কারণে এখনো উদ্ধার করা যায়নি। শিগগির জেলা পুলিশের সহয়তায় তাকে উদ্ধার করা হবে। যে ছেলেটি নিয়ে গেছে তাকেও গ্রেপ্তার করা হবে।’

পুলিশ বলছে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, এক যুবকের (২০) হাত ধরে চলে যায় সুবা। ওই ছেলের মোবাইল নম্বরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মেয়েটিকে উদ্ধারে চেষ্টা চলছে।

রোববার সন্ধ্যায় বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

  • এনএমএম/এমজে
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর