Logo

রাজধানী

অবশেষে সুবাকে উদ্ধার, সঙ্গে থাকা তরুণ আটক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৩

অবশেষে সুবাকে উদ্ধার, সঙ্গে থাকা তরুণ আটক

ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা করাতে ঢাকা এসে নিখোঁজ হওয়া আরাবি ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করেছে পুলিশ।

নিখোঁজের দুই দিন পর তাকে উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আদাবর থানা ও ডিবি পুলিশ। এ সময় সুবার সাথে থাকা এক তরুণকেও আটক করে পুলিশ হয়। জানা গেছে, ওই তরুণের সঙ্গেই নওগাঁ গিয়েছিল সুবা।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া বাংলাদেশের খবরকে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আজ দুপুরে এক ভিডিও বার্তায় নিজের সুস্থতার কথা জানায় সুবা। ভিডিও বার্তায় সুবা জানায়, আমি ভালো আছি। আমি বাবার কাছে ফিরে যাব।

জানতে চাইলে ওসি বলেন, সুবার পরিবার যদি মামলা করে তাহলে ওই তরুণকে গ্রেপ্তার দেখানো হবে। হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সুবার পরিবার নওগাঁর উদ্দেশে রওয়ানা দিয়েছেন। তারা সেখানে পৌঁছানোর পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত মায়ের চিকিৎসার জন্য দুই মাস আগে বরিশাল থেকে ঢাকায় এসেছিল সুবা। 

জানা গেছে, রোববার সন্ধ্যায় বয়সে ছোট ফুফাতো ভাইয়ের সঙ্গে বাসা থেকে বের হয় সুবা। এরপর রাস্তা পার হতে গিয়ে নিখোঁজ হয় সে। সুবা বরিশালের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের সামনে সুবাকে দেখা গেছে। তবে সেখানে সুবার ফুফাতো ভাই ছাড়া আরেকজনও ছিল। তার সঙ্গে সুবাকে হাঁটতে দেখা গেছে।

মেয়ে নিখোঁজের বিষয়ে সুবার বাবা ইমরান রাজিব বলেন, সুবা বরিশালের একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। স্ত্রীর ক্যান্সারের চিকিৎসার জন্য দুই মাস ধরে ঢাকায় বোনের (সুবার ফুফু) বাসায় থাকছেন তারা। 

  • এনএমএম/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর