Logo

রাজধানী

রাজধানীর বিভিন্ন এলাকায় ৫ জনের আত্মহত্যা

Icon

ঢামেক প্রতিবেদক

প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৯

রাজধানীর বিভিন্ন এলাকায় ৫ জনের আত্মহত্যা

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত থেকে মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) তাদের মরদেহ উদ্ধার করা হয়।

তারা হলেন- হাজারীবাগের রুপা বেগম (২৬), কামরাঙ্গীচরে সারিকা হোসেন লাবিবা (১৩), ভাটারার মো. ইউনুস আলী (৫৭), চকবাজারে সাজ্জাদ আলী নয়ন (২৪) ও মো. রাকিব (১৯)। 

হাজারীবাগ থানার রায়ের বাজার সুলতানগঞ্জ রোডে পর্তুগাল প্রবাসী নাজমুল হোসেনের স্ত্রী রুপা বেগম (২৬), গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। রূপার শাশুড়ি নাজমা বেগম তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। মঙ্গলবার ভোর সোয়া ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নাজমা বেগম বলেন, রুপা মোবাইলে সব সময়ই কথা বলতেন। কী কারণে আত্মহত্যা করেছেন তা জানতে পারিনি। তার একটি সন্তান রয়েছে।

একইদিন, কামরাঙ্গীচরের খালপাড়ের ভাড়া বাসা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে সারিকা হোসেন লাবিবা (১৩)  মরদেহ উদ্ধার করে পুলিশ। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মৃরদেহটি ঢামেক মর্গে পাঠিয়েছেন।

লাবিবার পরিবারের সদস্যরা জানিয়েছেন, পড়াশোনার জন্য শাসন করায় অভিমানে আত্মহত্যা করেছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কু-কুটিয়া গ্রামের মো. আমজাদ হোসেনের মেয়ে।

এদিকে, রাজধানীর চকবাজারের হোসনি দালান এলাকা থেকে সাজ্জাদ আলী নয়ন (২৪) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পেশায় ফটোগ্রাফ ছিলেন। তার রুমে সকালে সিলিং ফ্যানের সাথে লুঙ্গি দিয়ে গলায় ফাঁস দেয় বলে জানা যায়।

চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার বলেন, সংবাদ পেয়ে সেখান থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় দিকে তার মৃরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ঢামেকের মর্গে পাঠানো হয়েছে। মৃত সাজ্জাদ বংশালের বাসিন্দা রহমত আলীর ছেলে।

অপরদিকে একই থানার ওয়াটার ওয়ার্কস রোডের বাসা থেকে সোমবার দিবাগত রাতে কারখানা শ্রমিক মো. রাকিবের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ঐ থানার উপপরিদর্শক (এসআই) জিল্লুর রহমান। 

তিনি স্থানীয়দের বরাতে জানান, রাকিব মানুষিকভাবে বিপযর্স্ত হয়ে এ ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নরসিংদীর বেলাবো উপজেলার ছন্নারমোড় গ্রামের বাদল মিয়ার ছেলে রাকিব। 

এ দিকে, ভাটারা নুরেরচালা বোটঘাট এলাকার বাসা থেকে সোমবার দিবাগত রাতে ইউনুস আলী (৫৭) নামে রিকশাচালকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ঢামেক মর্গে পাঠানো হয়েছে। হতাশা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে শুনেছি। তিনি ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার সোহারী গ্রামের আব্দুল বারেকের ছেলে।

  • এআইবি/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর