হাসিনার বাসভবনে আগুন, ‘অনিরাপদ’ মনে হওয়ায় যায়নি ফায়ার সার্ভিস
![Icon](https://www.bangladesherkhabor.net/uploads/settings/ezgif-7-c58f72a6c2icon-2-1730277221.png)
বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৫
![হাসিনার বাসভবনে আগুন, ‘অনিরাপদ’ মনে হওয়ায় যায়নি ফায়ার সার্ভিস](https://www.bangladesherkhabor.net/uploads/news_photos/2025/02/06/Bangladesher-Khabor-MJ-(97)-67a4720f9a8f4.jpg)
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন সুধা সদনে বুধবার রাত সাড়ে ১০টার দিকে আগুন দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। কিন্তু আগুন নেভাতে যায়নি ফায়ার সার্ভিসের কোনো ইউনিট। তারা বলছে, ‘অনিরাপদ’ মনে হওয়ায় তারা ঘটনাস্থলে উপস্থিত হয়নি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে সুধা সদন ভবন থেকে জিনিসপত্র নিয়ে যেতে দেখা গেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে। তবে সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার পর সুধা সদনে আগুন দেওয়া হয়। ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পর সুধা সদনে আগুন দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।
‘অনিরাপদ’ মনে হওয়ায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়া হয়নি উল্লেখ করে সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের মবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে বলেন, ‘(বুধবার) রাত সাড়ে ১১টার দিকে সুধা সদনে আগুনের খবর পাই। নিরাপত্তা ছিল না, তাই আগুন নেভাতে যাওয়া সম্ভব হয়নি।’
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক (ঢাকা) মো. ছালেহ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘ওখানে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না।’
সরেজমিন বেলা পৌনে ১১টার দিকে সুধা সদনে গিয়ে দেখা যায়, সুধা সদনের দোতলায় আগুন জ্বলছে। বাড়িটির নানা ধরনের আসবাবসামগ্রী। বিভিন্ন কক্ষে গিয়ে আগুন ও ভাঙচুরের চিহ্ন দেখা গেছে। কোথাও কোথাও টাইলস খুলে ফেলা হয়েছে। নিচতলার কক্ষের সব পুড়ে ছাই হয়ে গেছে। বিভিন্ন তলার জানালার কাচগুলো পড়ে যাচ্ছে। বাড়িটির বিভিন্ন স্থানে বই পড়ে আছে। অনেক বই পুড়ে গেছে।
ওই এলাকার নিরাপত্তকর্মীরা জানান, রাত সাড়ে ১০টার পর ১০ থেকে ১২জন এসে সুধা সদনে আগুন দেন। আগুন ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাসের লোকেরা এসে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে আশপাশের ভবনের বাসিন্দারা পানি দিয়ে নিচতলার আগুন কিছুটা কমান।
প্রসঙ্গত, বুধবার রাতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ফেসবুক পেজে ভাষণ দেবেন- এমন খবরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ ছাত্র-জনতা। পরে তারা ঘোষণা দিয়ে বুলডোজার নিয়ে ধানমন্ডি ৩২ নম্বরে যান। রাত ৯টার দিকে ৩২ নম্বরের বাড়ি ভাঙচুর করা হয়। পরে সেখানে আগুন দেওয়া হয়। এর পর বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ হাসিনার বাসভবন সুধা সদনে আগুন দেন।
ডিআর/এমজে