Logo

রাজধানী

ঢাকায় আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম কনফারেন্স অনুষ্ঠিত

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০০

ঢাকায় আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম কনফারেন্স অনুষ্ঠিত

বাংলাদেশের ইনবাউন্ড ও আউটবাউন্ড চিকিৎসা পর্যটন শিল্পের বিকাশ এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের (বিএমটিএ) উদ্যোগে ঢাকায় প্রথমবারের মতো আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার ধানমন্ডির ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত এই কনফারেন্সে দেশের শীর্ষস্থানীয় হাসপাতাল, বিশেষজ্ঞ চিকিৎসক, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ও পর্যটন শিল্পের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন। পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের চিকিৎসা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞরাও এই আয়োজনে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের চিকিৎসা পর্যটন খাতকে আন্তর্জাতিক অঙ্গনে সুপ্রতিষ্ঠিত করা এবং দেশি-বিদেশি অংশীদারদের মধ্যে নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করতে এই কনফারেন্সের আয়োজন করা হয়। বাংলাদেশকে বিশ্বমানের চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং বিদেশি রোগীদের আকৃষ্ট করার কৌশল নিয়েও এ অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা হয়।

কনফারেন্সে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ হেলথ ইকোনমিক্স বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আব্দুল হামিদ, স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার আসমা জামান রিতা, ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আশীষ কুমার চক্রবর্তী, দৈনিক কালবেলার স্বাস্থ্য সম্পাদক রাশেদ রাব্বী, ড্রিমার্স কনসালটেন্সি অ্যান্ড রিসার্চের প্রধান পরামর্শক ডক্টর মোহাম্মদ ইলিয়াস, ঢাকা সিটি সাইকোথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ডক্টর ইলিয়াস আলী প্রমুখ।

অতিথিরা ক্যান্সার ও বন্ধ্যাত্ব চিকিৎসার আধুনিক অগ্রগতি নিয়ে বিশদ আলোচনা, মেডিকেল ট্যুরিজমের বর্তমান অবস্থা, ভবিষ্যৎ সম্ভাবনা ও উন্নয়ন নিয়ে বিশ্লেষণ, দেশীয় ও আন্তর্জাতিক চিকিৎসা বিশেষজ্ঞদের মূল্যবান পরামর্শ এবং স্বাস্থ্যসেবা ও পর্যটন শিল্পের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতার সুযোগ সৃষ্টি নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বিএমটিএ কর্তৃক সম্মাননাও প্রদান করা হয়। বিভিন্ন ক্যাটাগরিতে যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠান সম্মাননা পেয়েছেন, তারা হলেন- ল্যাবএইড হাসপাতালের ডক্টর লুৎফর রহমান (সেরা কার্ডিয়াক সার্জন), এভারকেয়ার হাসপাতাল, ঢাকার ডক্টর এম. আলী (সেরা অর্থোপেডিক সার্জন), মরহুম মোঃ আব্দুর রব (মেডিকেল ট্যুরিজম আইকন), ড্রিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ (বেস্ট হেলথ ওয়ারিয়র) এবং কেপিজে হেলথ কেয়ার (সেরা মাল্টিস্পেশালিটি হাসপাতাল-মালয়েশিয়া)। 

বাংলাদেশ মেডিকেল ট্যুরিজম অ্যাসোসিয়েশন (বিএমটিএ)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত এবং ইনবাউন্ড ও আউটবাউন্ড চিকিৎসা পর্যটনের প্রসারে এই কনফারেন্স একটি ঐতিহাসিক পদক্ষেপ। আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের চিকিৎসা খাতের অবস্থান সুসংহত করাই আমাদের প্রধান লক্ষ্য।

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর