Logo

রাজধানী

রাজধানীতে পিকআপের ধাক্কায় চালক নিহত

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৭

রাজধানীতে পিকআপের ধাক্কায় চালক নিহত

রাজধানীর হাজারীবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় চালক লিটন ঘোষ (৪৮) নিহত হয়েছেন। 

শনিবার দুপুর ১২টার দিকে হাজারীবাগ মাহাতাব পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত লিটন ঘোষ চকবাজার অরফানেজ রোডের বাসিন্দা ভরৎ ঘোষের ছেলে।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার ছোট ভাই সুরেশ ঘোষ বলেন, লিটন ঘোষ পেশায় পিকআপ গাড়ির চালক। 

তিনি বলেন, শনিবার দুপুরে হাজারীবাগ মাহাতাব পাম্পের পাশে গাড়ি রেখে রাস্তায় দাঁড়িয়ে ছিলেন, সে সময় তাদেরই কোম্পানির আরেকটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে সেখান থেকে তাকে আহত অবস্থায় দুপুর দেড়টায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এমএমআই/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর