Logo

রাজধানী

পুলিশি হামলার প্রতিবাদে সমাবেশ করছেন ম্যাটস শিক্ষার্থীরা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩০

পুলিশি হামলার প্রতিবাদে সমাবেশ করছেন ম্যাটস শিক্ষার্থীরা

পুলিশের হামলার প্রতিবাদ ও চার দফা দাবিতে প্রতিবাদ সমাবেশ করছেন মেডিকেল অ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। সোমবার(১০ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে দুপুর ১২টা থেকে সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্যপরিষদ ব্যানারে তারা এ প্রতিবাদ সমাবেশ শুরু করেন। 

প্রতিবাদ সমাবেশে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ সমাবেশে রোববার পুলিশ হামলা করেছে। আমাদের দাবি যৌক্তিক। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।’ 

এর আগে রোববার বেলা ১১টা থেকে ম্যাটস শিক্ষার্থীরা চার দফা দাবিতে শাহবাগ অবরোধ করেন। এক পর্যায়ে তারা সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করে মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে যাত্রা শুরু করে। মিছিলটি শিক্ষা ভবনের সামনে আসলে পুলিশ তাদের বাধা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এতে ম্যাটস শিক্ষার্থী ও সাংবাদিকসহ ১৮ জন আহত হন। 

ম্যাটস শিক্ষার্থীদের চার দফা দাবি হচ্ছে, বৈষম্যমুক্ত বাংলায় বাংলাদেশ সরকারের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা ১৯৭৩-১৯৭৮ মোতাবেক উচ্চশিক্ষার সুযোগ দিতে হবে, অনতিবিলম্বে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শূন্যপদে নিয়োগ প্রধানসহ কমিউনিটি ক্লিনিক সরকারি-বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ম্যাটস সংস্কৃত ডিএমএফ ডিপ্লোমাধারীদের জন্য নতুন পদ সৃজন করতে হবে, অনতিবিলম্বে চার বছরের অ্যাকাডেমিক কোর্স বহাল রেখে পূর্বের মতো এক বছরের ভাতাসহ ইন্টার্নশিপ চালু করে অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন করতে হবে এবং প্রস্তাবিত অ্যালাইড হেলথ প্রফেশনাল শিক্ষা বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামে নতুন বোর্ড গঠন করতে হবে। 

এসআইবি/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর