শাহবাগে সড়ক অবরোধ করলেন প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৮

রাজধানীর শাহবাগের মূল সড়ক অবরোধ করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে জাদুঘরের সামনে থেকে মূল সড়কে এসে অবরোধ করেন তারা।
এর আগে শাহবাগে অষ্টম দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে ৬ হাজার ৫৩১ জনের দ্রুত নিয়োগের দাবিতে তারা আন্দোলন করছেন। দুপুরের দিকে দ্রুত নিয়োগের দাবিতে কাফনের কাপড় পরে আন্দোলনে নামেন তারা।
এনএমএম/এমজে