আশুলিয়ায় আগুনের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ২

ঢামেক প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:২০
-67b1ade120368.jpg)
ছবি : সংগৃহীত
ঢাকার আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় সুমন নামে আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল।
এর আগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত তিনটার দিকে শিউলি নামে এক নারীর মৃত্যু হয়। এ নিয়ে আশুলিয়ার আগুনের ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে।
জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, ‘তার শরীরের ৯৯ শতাংশ দগ্ধ হয়েছিল।’
এআইবি/এমআই