Logo

রাজধানী

কড়াইল বস্তিতে দিনমজুর গুলিবিদ্ধ

Icon

ঢামেক প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৩৩

কড়াইল বস্তিতে দিনমজুর গুলিবিদ্ধ

রাজধানীর বনানীর কড়াইল বস্তির কুমিল্লা পট্টি এলাকায় মো. হোসেন আলী (২৮) নামে এক দিনমজুর গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।  

রোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাসার পাশে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হোসেন আলী জানান, খোকা (৩৫) নামে এক ব্যক্তি তার কাছে এক হাজার টাকা পেতেন। প্রায় ১০-১৫ দিন আগে তিনি হাওলাত নিয়েছিলেন এবং কয়েকদিন পর টাকা পরিশোধের কথা ছিল।  

হোসেন আলীর ভাষ্য অনুযায়ী, তিনি কুমিল্লা পট্টির একটি বাসায় টিনের কাজ করছিলেন। এ সময় খোকার ছোট ভাই এরশাদ তাকে ডেকে নিয়ে বিনা বাক্যে গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।  

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, গুলিবিদ্ধ যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এক্স-রে রিপোর্টে গুলি পাওয়া গেছে বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।  

আহত হোসেন আলীর গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুর গ্রামে। তার বাবার নাম মো. মজিবর রহমান। তিনি কড়াইল কুমিল্লা পট্টি এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করেন। 

এআই/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর