Logo

রাজধানী

পিজির ডাক্তার পরিচয়ে ব্যবসায়ীকে ফোন, ‘থানায় দেখা করুন’

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৩

পিজির ডাক্তার পরিচয়ে ব্যবসায়ীকে ফোন, ‘থানায় দেখা করুন’

অভিযুক্তের ছবি

রাজধানীর উত্তরার এক ব্যবসায়ীকে পিজি (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) হাসপাতালের ডাক্তার পরিচয়ে ফোন করে উত্তরা পশ্চিম থানায় দেখা করতে বলা হয়েছে- এমন অভিযোগ উঠেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে উত্তরার এইচএম প্লাজার ১০ তলায় এমএইচ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমানকে অজ্ঞাত নম্বর থেকে ফোন দেওয়া হয়।

ভুক্তভোগী মাহবুবুর রহমান জানান, দুই মাস আগে ২০-৩০ জন যুবক তার অফিসে ঢুকে তাকে জিম্মি করে এবং জোরপূর্বক ৯ লাখ টাকার চেক লিখিয়ে নেয়। তিনি ঘটনার পরদিন উত্তরা পশ্চিম থানায় লিখিত অভিযোগ করলেও কোনো প্রতিকার পাননি।

সোমবার বিকালে অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে তাকে থানায় যোগাযোগ করতে বলা হয়। কারণ জানতে চাইলে ফোনদাতা বলেন, ‘থানায় আসলে জানতে পারবেন।’ থানায় যেতে অপারগতা প্রকাশ করলে তাকে বলা হয়, ‘থানায় তো আপনাকে আসতেই হবে। আর আমি কে পরে জানতে পারবেন।’

প্রতিবেদক বিষয়টি জানতে ওই নম্বরে কল দিলে ব্যক্তি নিজেকে ‘ডাক্তার রাজু’ বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলের ডাক্তার হিসেবে পরিচয় দেন। ব্যবসায়ীকে কল দেওয়ার কারণ বা তিনি থানার কেউ কি না জানতে চাইলে বলেন, তিনি থানার কেউ নন, তবে থানায় তার ভাই অফিসার পদে চাকরি করেন। ভাইয়ের পরিচয় জানতে চাইলে হাসপাতালে দেখা করতে বলে কল কেটে দেন।

এ ধরনের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী।

এমএএস/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর