Logo

রাজধানী

দাবি গৃহবধূর

উত্তরায় হামলার ঘটনায় স্বামী-স্ত্রীর সম্পর্ক আসল নয়

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৪১

উত্তরায় হামলার ঘটনায় স্বামী-স্ত্রীর সম্পর্ক আসল নয়

লাইভে কথা বলছেন গৃহবধূ শম্পা | ছবি : বাংলাদেশের খবর

রাজধানীর উত্তরায় হামলার ঘটনায় স্বামী-স্ত্রীর সম্পর্ক নতুন মোড় নিয়েছে। হামলার শিকার মেহেবুল ও নাসরিন আক্তার স্বামী-স্ত্রী নয় বলে দাবি করেছেন শম্পা নামের এক গৃহবধূ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে গণমাধ্যমে লাইভে এসে এ দাবি জানান তিনি।

শম্পা বলেন, আমার স্বামী মেহেবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তিকে স্বামী-স্ত্রী হিসেবে পরিচিত করা হলেও তাদের বৈধ সম্পর্ক নেই। ওই নারী তার স্ত্রী না। তারা বিয়ে করেননি।


তাদের মধ্যে পরকীয়ার সম্পর্ক কি না জানতে চাইলে শম্পা বলেন, বিয়ের বাহিরে কী সম্পর্ক রয়েছে (নাসরিন-মেহেবুল) সেটা আমি জানি না। তারা উত্তরায় কেন গিয়েছিল, সেটাও আমি জানি না। তবে নাসরিন তার স্ত্রী না। তারা বিয়ে করেননি। এটা পরিবারও জানে। সবাই জানি।

তিনি আরও বলেন, ২০১৬ সালে মেহেবুলের সঙ্গে আমার বিয়ে হয়। তিনি আমার বৈধ স্বামী। আমাদের সংসার চলতেছে। দুটো বাচ্চা আছে। আমাদের বিয়ের সব প্রমাণাদি আছে।

এর আগে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উত্তরা ৯ নম্বর সেক্টরে দুর্বৃত্তের হামলার শিকার হন মেহেবুল-নাসরিন। 

ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডিএমপি উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ভুক্তভোগী মেহেবুল হাসান ও নাসরিন মোটরসাইকেলে বাসায় যাচ্ছিলেন। ওই সময় তিনজন দুটি মোটরসাইকেলে এসে তাদেরকে উত্যক্ত করছিল। এক পর্যায়ে একটি মোড়ে এসে মোটরসাইকেলটি রিকশাকে ধাক্কা দেয়। তখন হাসান ও রিকশাওয়ালার সঙ্গে তাদের বাগবিতণ্ডা হয়। ওই তিনজনের কারো কাছ থেকে খবর পেয়ে আরও দুজন ধারালো অস্ত্র নিয়ে আসে। তারা এসেই মেহেবুল-নাসরিনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।

পরে ভিকটিম নাসরিন আক্তার বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিআর/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর