Logo

রাজধানী

জমে উঠেছে অমর একুশে বইমেলা

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৫

জমে উঠেছে অমর একুশে বইমেলা

ছবি : বাংলাদেশের খবর

অমর একুশে বইমেলায় আজকের দিনের শুরুতে পাঠক-দর্শনার্থী ছিল না বললেই চলে। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বেলা বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে এই সংখ্যা বাড়তে থাকে। বিকেলের পর থেকে নামতে থাকে বইপ্রেমীদের উপচে পড়া ভিড়। 

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৮টা নাগাদ সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমির বইমেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, বইমেলার টিএসসি সংলগ্ন ও মন্দির সংলগ্ন গেটের প্রবেশমুখে দীর্ঘ লাইন। নারী পুরুষের জন্য আলাদা লাইন থাকলেও ভিড়ের কারণে কেউ নির্দিষ্ট লাইন দিয়ে প্রবেশ করছেন না। বইয়ের স্টল ও প্যাভিলিয়নগুলোর সামনেও পাঠক দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

বইমেলায় ঘুরতে আসা উত্তরা ইউনিভার্সিটির ছাত্র ইসতিয়াক রাজন বাংলাদেশের খবরের প্রতিবেদককে বলেন, ‘সকালে ভিড়ের কারণে আমরা কয়েকজন বন্ধু বিকালে শহীদ মিনারে ফুল দিতে গিয়েছিলাম। পরে বইমেলায় ঘুরতে আসলাম। আজকের দিনটি আমাদের জন্য যেমন খুশির, তেমন কষ্টেরও। বাংলা ভাষায় কথা বলার জন্য আমাদের পূর্বপুরুষদের রক্ত দিতে হয়েছে।’

বইমেলায় ভিড় সম্পর্কে তিনি বলেন, ‘আজকে ভিড় হওয়াটা স্বাভাবিক। তবে এতো ভিড় আশা করিনি। ঠিক মতো হাঁটতে পারছি না। কোথাও দাঁড়িয়ে ছবি তোলারও সুযোগ নেই।’

বাংলা একাডেমি কর্তৃপক্ষ জানায়, অমর একুশে বইমেলার আজ ২১তম দিন। সকাল ৭ টায় মেলার দুয়ার খুলে দেওয়া হয়। বেলা বাড়ার সাথে সাথে পাঠক দর্শনার্থীর সংখ্যাও বাড়তে থাকে। রাত ৯ টা পর্যন্ত চলবে আজকের মেলা।

বাংলা একাডেমি আরও জানায়, আগামী মেলার দুয়ার খোলা হবে সকাল ১১টায়। চলবে রাত ৯টা পর্যন্ত। 

এনএমএম/এমআই

বইমেলা ২০২৫

আরও পড়ুন
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর