Logo

সারাদেশ

সিলেটে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:২৬

সিলেটে নিখোঁজ ব্যবসায়ীর লাশ উদ্ধার

সিলেটে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর সমর আলী (৬৫) নামে এক ছাগল ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জালালাবাদ থানাধীন মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর এলাকার পীরেরগাঁওয়ের একটি ঝোপ থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত সমর আলী একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের দশগ্রাম বাজার এলাকার লালখা গ্রামের বাসিন্দা ছিলেন। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, তাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ফোন নিয়ে চলে গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ার পর সমর আলী ব্যবসায়িক কাজে বের হন। এ সময় তার কাছে ছাগল বিক্রির ৩৫ হাজার টাকা ছিল। কিন্তু রাতে বাড়ি ফিরে না আসায় তার পরিবার সম্ভাব্য স্থানগুলোতে খোঁজাখুঁজি শুরু করে। পরবর্তীতে বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা তার লাশ পীরেরগাঁওয়ের ঝোপে পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে ঘটনাস্থল থেকে তার লাশটি উদ্ধার করে জালালাবাদ থানার পুলিশ।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশীদ জানান, খবর পেয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ছিনতাইয়ের ঘটনা সন্দেহ করা হচ্ছে। তার পিঠে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ডালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর