বান্দরবানে গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচি শুরু

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৮

ছবি : বাংলাদেশের খবর
বান্দরবানে বন বিভাগের উদ্যোগে গাছ সুরক্ষায় মাসব্যাপী পেরেক অপসারণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জুরুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বান্দরবান পাল্পউড প্লান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এম এম শাহনেয়াজ, পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক মো. রেজাউল করিম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, গাছ আমাদের পরম বন্ধু। এ বন্ধু আমাদের অক্সিজেন সরবরাহ করে, ফল দেয়, ছায়া দেয় ও বিভিন্নভাবে উপকার করে। তাই গাছকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরও বলেন, গাছের যত্ন নিতে হবে এবং গাছের সুরক্ষার জন্য গাছে পেরেক মারা বন্ধ করতে হবে।
পরে জেলা শহরের বিভিন্ন এলাকায় গাছে লাগানো সাইনবোর্ড অপসারণ করা হয় এবং সকল পেরেক তুলে ফেলা হয়। আগামী এক মাসব্যাপী এ কর্মসূচি চলমান থাকবে।
তবে বন বিভাগের গাছ সুরক্ষায় পেরেক অপসারণ কর্মসূচিকে কেন্দ্র করে স্থানীয়দের মাঝে ব্যাপক সমালোচনা দেখা দিয়েছে। তাদের দাবি, অবৈধভাবে বৃক্ষ নিধন ও বন উজাড়ের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। কিন্তু বন বিভাগের পক্ষ থেকে এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি।
সোহেল কান্তি নাথ/এমবি