নলছিটিতে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৭

ঝালকাঠির নলছিটিতে দেশব্যাপী ডাকাতি ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে সরকারি নলছিটি ডিগ্রি কলেজ ও উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বিকেল ১০টায় রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন। পরে বেলা ১১টায় সরকারি নলছিটি ডিগ্রি কলেজের সামনের রাস্তায় অনুষ্ঠিত মানববন্ধনে ছাত্রদলের সদস্য সচিব নাঈম আহাম্মেদ হিমেল রাতুল গাজীর নেতৃত্বে কলেজের সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির এক শিক্ষার্থী বলেন, সারাদেশে ধর্ষণ এখন খুব সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। আমরা পত্রিকা ও টেলিভিশনের পর্দায় প্রতিদিন দেখতে পাই যে কোথাও না কোথাও ধর্ষণের ঘটনা ঘটছে। তিনি আরও বলেন, আমরা রানাপাশা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেছি, যাতে ধর্ষণের হার কিছুটা হলেও কমানো যায়।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ধর্ষণের বিরুদ্ধে আমরা সবসময় সোচ্চার থাকবো এবং গত কয়েকদিনে ঘটে যাওয়া ধর্ষণের ঘটনাগুলোর দোষীদের ফাঁসি চাই।
মানববন্ধন শেষে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সমাবেশটি সমাপ্ত ঘোষণা করা হয়।
শাহাদাত হোসেন মনু/এমবি