
ছবি : বাংলাদেশের খবর
মুন্সীগঞ্জের লৌহজংয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে এক ট্রাকচালকের। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েধীন পদ্মাসেতু উত্তর থানার সামনে এ ঘটনা ঘটে। এ সময আহত হয়েছেন আরও একজন।
হতাহতরা হলেন, ট্রাকচালক হাফিজুর রহমান (৪০) ও আবুল কালাম। তারা সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাগড়া গ্রামের বাসিন্দা।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, একটি পণ্যবাহী ট্রাক যান্ত্রিক ত্রুটির কারণে মহাসড়কের ওপর দাঁড়িয়ে ছিল। তখন আরেকটি ট্রাক এসে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনাস্থল থেকে যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আবু সাঈদ/এটিআর