ফেনী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মামুনকে অব্যাহতি

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪৫

ফেনী জেলা যুবদলের নবগঠিত কমিটি থেকে যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সালাহ উদ্দিন মামুনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
যুবদলের সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ফেব্রুয়ারি সালাহ উদ্দিন মামুন অন্য একটি অঙ্গ সংগঠনে দায়িত্বে থাকায় যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর তার পদে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র জমা দেন। পরে কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দ তার পদত্যাগপত্র গ্রহণ করে স্বীয় পদ থেকে তাকে অব্যাহতি দেন, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।
উল্লেখ্য, গত ৫ ফেব্রুয়ারি ফেনী জেলা যুবদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে নাসির উদ্দিন খন্দকারকে আহ্বায়ক ও নঈম উল্যাহ চৌধুরী বরাতকে সদস্যসচিব করা হয়। এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক বেলাল হোসেন, যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন সুমন ও সালাহ উদ্দিন মামুন।
এমরান পাটোয়ারী/এমবি