তেঁতুলবাড়িয়া সীমান্তে তিনটি হাতবোমা উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪০
-67c1e703925b4.jpg)
মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী গ্রাম তেঁতুলবাড়িয়ার একটি ব্রিজের ওপর থেকে তিনটি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গাংনী উপজেলার নওপাড়া-তেঁতুলবাড়িয়া সড়কের ধলা ব্রিজের ওপর লাল স্কচটেপ মোড়ানো বোমাগুলো দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে গাংনী থানার উপপরিদর্শক (এসআই) পিন্টু ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলো উদ্ধার করেন এবং তা পানি ভর্তি বালতিতে রেখে থানায় নিয়ে যান।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, উদ্ধারকৃত বোমাগুলো প্রাথমিকভাবে নিষ্ক্রিয় করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী তেঁতুলবাড়িয়া গ্রামের রাশেদুজ্জামান জানান, তারা কয়েকজন মোটরসাইকেল কিনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে বাড়ি ফিরছিলেন। ধলা ব্রিজের কাছে পৌঁছালে কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যায়। পরে ব্রিজের ওপর লাল স্কচটেপ মোড়ানো বোমাগুলো দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন।
স্থানীয় বাসিন্দা অ্যাডভোকেট মোশারফ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে, ছিনতাইকারীরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। তিনটি মোটরসাইকেল দেখে তারা ভেবেছিল আরোহীরা প্রতিরোধ করতে পারে, তাই তারা পালিয়ে যায়।
আকতারুজ্জামান/এমএইচএস