Logo

সারাদেশ

ধর্মীয় অবমাননার অপবাদ দিয়ে সংখ্যালঘু পরিবারকে হয়রানির অভিযোগ

Icon

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:১৮

ধর্মীয় অবমাননার অপবাদ দিয়ে সংখ্যালঘু পরিবারকে হয়রানির অভিযোগ

ফরিদপুরের আলফাডাঙ্গায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে এক সংখ্যালঘু পরিবারের সদস্যদের ছবি ব্যবহার করে ধর্মীয় অবমাননাকর পোস্ট দিয়ে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার নিরাপত্তাহীনতার শঙ্কায় সংবাদ সম্মেলন করেছে। 

শনিবার (১ মার্চ) সকালে ভুক্তভোগী পরিবারের সদস্য রতন পাল তার নিজ এলাকা উপজেলার সদর ইউনিয়নের জাটিগ্রাম এলাকায় এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও ধর্ম-বর্ণ নির্বিশেষে ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রতন পাল বলেন, এক অশুভ চক্র ফেসবুক থেকে ছবি সংগ্রহ করে আমার মেয়ে ও পরিবারের সদস্যদের নামে ভুয়া আইডি খুলে গত দুইবছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবান্তর ভাষা ব্যবহার করে আমাদের মানসম্মান নষ্ট করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে। আমরা অনেক সহ্য করে চলেছি। কিন্তু চক্রটি ইদানীং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এ জাতীয় পোস্টের মাধ্যমে অপবাদ দিয়ে আমাদের হয়রানি করার চেষ্টা করছে। এ অবস্থায় সমাজে আমাদের মুখ দেখানো লজ্জাকর হয়ে দাঁড়িয়েছে। মানুষের কাছে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। 

সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী রতন পাল বলেন, আমরা সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। কারা ফেসবুকে ভুয়া আইডি খুলে অবমাননাকর পোস্ট করেছে, আমরা কিছুই জানি না। এ ঘটনার পর থেকে আমাদের পরিবার দুশ্চিন্তার মধ্যে রয়েছি। যেকোনো সময় আমার পরিবারের ওপর সাম্প্রদায়িক আক্রমণের আশঙ্কা করছি। আমাদের অনুরোধ, এই ধরনের ভুয়া ও মিথ্যা অপবাদ কেউ বিশ্বাস করবেন না। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় দুইটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

এ সময় এই অশুভ চক্রকে চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিরাপত্তা বিধানে প্রশাসনের প্রতি দাবি জানান ভুক্তভোগী পরিবার। 

এলাকার স্থানীয় লোকজন জানান, আমরা যখন ফেসবুকে ধর্মীয় অবমাননাকর পোস্ট দেখি, তখন বুঝতে পারি, এটা ভুয়া আইডি। পরে এলাকার মেম্বারসহ ইসলাম ধর্মাবলম্বীরা ভুক্তভোগী হিন্দু পরিবারের পাশে দাঁড়াই। এ কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারেনি। তবে এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকার বাইরের মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি হয়েছে। সবাইকে বলবো এ ধরনের গুজব বিশ্বাস করবেন না। আমাদের এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি সব সময় ছিল, থাকবে। মূল আসামিকে দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

জানতে চাইলে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ বলেন, আমরা ঘটনাটি খুবই গুরুত্বসহকারে নিয়ে তদন্তে নেমেছি। কারা এমনটা করেছে, সেই তথ্য বের করতে আমরা সব ধরনের চেষ্টা করছি। যে পরিবারের নাম ব্যবহার করে ভুয়া আইডি খুলে অপপ্রচার করা হয়েছে, সেই পরিবারকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। 

এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর