মহাসড়কে ছিনতাইয়ের চেষ্টা, সেনাবাহিনীর হাতে আটক ৩

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৩:৩৯
-67c2b9a2b5cb5.jpg)
গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে যানবাহন থামিয়ে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিন ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন সিএনজি চালক। পরে তাদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃত ব্যক্তিরা হলেন- ময়মনসিংহের নতুনবাজার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. ইউসুফ (১৭), কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার তালতলী গ্রামের মো. সুমন মিয়ার ছেলে মো. শান্ত (১৬), গাজীপুরের শ্রীপুর উপজেলার বাদিয়ারচালা গ্রামের আব্দুল শেখের ছেলে (সিএনজি চালক) মো. হিরোন মিয়া (২৮)।
স্থানীয় বাসিন্দারা জানান, রাত ২টার দিকে গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় যানবাহন থামিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর ছিনতাইয়ের চেষ্টাকালে তিন ব্যক্তিকে আটক করেছে গাজীপুর সেনা ক্যাম্পের একটি টহল দল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, মহাসড়কে ছিনতাইয়ের প্রস্তুতিকালে তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমএইচএস