বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৩:৪৪

পবিত্র রমজান উপলক্ষে বান্দরবানে দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার (১ মার্চ) সকালে বান্দরবান রিজিয়নের আওতাধীন ৬৯ পদাতিক ব্রিগেডের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স মাঠে এসব সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান রিজিয়নের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর পারভেজ।
তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষায় নয়, শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন বজায় রাখার পাশাপাশি মানবিক সহায়তায়ও কাজ করে যাচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ববোধেরই অংশ।’
এদিন বান্দরবান সদর এলাকার শতাধিক দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, মুড়ি, আলু, ছোলা ও ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় ইফতার সামগ্রী দেওয়া হয়।
ইফতার সামগ্রী পেয়ে বেশ আনন্দিত সুবিধাভোগীরা। তারা বলেন, ‘সমাজের বিত্তবানরা রমজানের আগেই কেনাকাটা সেরে ফেলেন, কিন্তু আমাদের মতো অসহায় মানুষদের ইফতারের ব্যবস্থাই করা কঠিন। সেনাবাহিনীর এই সহায়তা আমাদের জন্য অনেক উপকারে আসবে।’
মানবিক এই উদ্যোগের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়ে তারা আরও বলেন, ‘সেনাবাহিনীর এই সহযোগিতা আল্লাহ কবুল করুন। ভবিষ্যতেও তারা অসহায়দের পাশে থাকুক, এই কামনা।’
সোহেল কান্তি নাথ/এটিআর