ভুট্টা ক্ষেতে মিলল মুয়াজ্জিনের হাত-পা বাঁধা মরদেহ

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৭:০৫

ছবি : বাংলাদেশের খবর
ঠাকুরগাঁওয়ে ভুট্টা ক্ষেতে মসজিদের এক মুয়াজ্জিনের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মুয়াজ্জিনের নাম খায়রুল ইসলাম (৬০)।
শনিবার (১ মার্চ) দুপুরে রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের কাশিবাড়ি এলাকায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
নিহত খায়রুল ইসলাম ভবানন্দপুর গ্রামের মৃত আসির উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদে মুয়াজ্জিনের পাশাপাশি শামসুদ্দিনের মিল চাটালে নৈশপ্রহরীর কাজ করতেন।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ. আরশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারের কাজ চলছে। হাত-পা বাঁধা অবস্থায় ভুট্টা ক্ষেতে লাশটি পাওয়া যায়। এছাড়া লাশের গায়ে বিভিন্ন জায়গায় আঘাত ও জখমের চিহ্নসহ পা ভাঙা দেখা গেছে।
এখানে সিআইডির টিম এসেছে, তাদের কাজ শেষ হলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে এবং পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি আরশেদুল হক।
আবু সালেহ/এমবি