Logo

সারাদেশ

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৭:২৮

কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোলচত্বর সংলগ্ন পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (১ মার্চ) সকালে র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) জুয়েল চাকমা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির নাম শাহাদাত হোসেন (৪০)। তিনি টাঙ্গাইল সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। ২০০২ সালে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করার অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর থেকেই তিনি কারাগারে ছিলেন।

র‌্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের সময় দেশে আইনশৃঙ্খলার পরিস্থিতি খারাপ হয়। এ সুযোগকে কাজে লাগিয়ে শাহাদাত হোসেনসহ অন্যান্য কয়েদীরা গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকেই দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়।

এ সময় র‌্যাব-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং দীর্ঘ সাত মাসের অব্যাহত চেষ্টার পর অবশেষে শাহাদাত হোসেনের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামিকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

রেজাউল করিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর