Logo

সারাদেশ

নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরবে না : কামাল জামান নুরুদ্দিন

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৭:৪০

নির্বাচন ছাড়া গণতন্ত্র ফিরবে না : কামাল জামান নুরুদ্দিন

মাদারীপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী কামাল জামান নুরুদ্দিন মোল্লা বলেছেন, ‘আগামী নির্বাচন আদায় করে নিতে হবে। নির্বাচন আদায় না হলে বাংলার মানুষের গণতন্ত্র ফিরে আসবে না। বাংলার মানুষ ১৮ বছর ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই এই বছর নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে—এটাই আমাদের বিশ্বাস।’  

শনিবার (১ মার্চ) দুপুরে মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীরচর ইউনিয়নে বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে নিয়ে দেশবিদেশে একটি মহল ষড়যন্ত্র করে আসছে, যাতে দেশ আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা ক্ষমতা ছাড়লেও তার দোসররা, সেই হেলমেট বাহিনী এখনো বাংলার মাটিতে সক্রিয়। তারা রাতের আঁধারে শেখ হাসিনার পক্ষে ফেস্টুন-ব্যানার লাগিয়ে পালিয়ে যাচ্ছে। কিন্তু পালিয়ে কোথায় যাবেন? পালানোর জন্য ইঁদুরের গর্তও পাবেন না।’  

তিনি বলেন, ‘আওয়ামী লীগের দোসররা বলছে, শেখ হাসিনা বাংলাদেশে আসবে। শেখ হাসিনা আসুক বা না আসুক, আমরা ওয়াদাবদ্ধ—তাকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করব।’  

সমাবেশে শিবচর উপজেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।  

মো. খলিল মিয়া/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর