টঙ্গীতে যৌথবাহিনীর বিশেষ অভিযান, আটক ৬০

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৮:৪৩

ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে এই অভিযান শুরু হয়। অভিযানে ৬০ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, মাজার বস্তি দীর্ঘদিন ধরে মাদক কারবার ও অপরাধীদের আখড়া হিসেবে পরিচিত। এখানে প্রকাশ্যেই মাদক কেনাবেচা ও সেবন চলে। পরিবহন শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন চিহ্নিত অপরাধী চক্রের সদস্যরা নিয়মিত বস্তিতে যাতায়াত করে। যদিও বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
অভিযানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা অংশ নেন।
গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম জানান, এখন পর্যন্ত ৬০ জন মাদক কারবারি ও চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, রমজান মাস জুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ও অপরাধ নির্মূলে প্রশাসনের কঠোর ভূমিকা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দারা অভিযানের প্রশংসা করে বলেন, প্রশাসনের এমন পদক্ষেপে এলাকায় কিছুটা স্বস্তি ফিরবে। তবে শুধু অভিযান নয়, এই চক্রের মূল হোতাদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন তারা।
এমএএস/এমবি/এমজে