Logo

সারাদেশ

সীমান্তে নজরদারি বাড়াতে কক্সবাজারে নতুন ব্যাটালিয়ন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১৯:৪৫

সীমান্তে নজরদারি বাড়াতে কক্সবাজারে নতুন ব্যাটালিয়ন

ছবি : বাংলাদেশের খবর

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। শনিবার (১ মার্চ) দুপুরে কক্সবাজারের ৩৪ বিজিবি ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ ব্যাটালিয়নের কার্যক্রম উদ্বোধন করা হয়।

একই দিন ঢাকার স্টেশন সদর দপ্তর, গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও গাজীপুরে অবস্থিত বিজিবির ডগ স্কোয়াড কে-৯ ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারেও পতাকা উত্তোলন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর উপস্থিতিতে ঢাকা, গাজীপুর ও কক্সবাজারের বিভিন্ন স্থানে পতাকা উত্তোলন করা হয়।

পতাকা উত্তোলনের পর উখিয়া ব্যাটালিয়ন, গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও বিজিবি ডগ স্কোয়াড কে-৯ ইউনিটের সমন্বয়ে একটি সুসজ্জিত দল মনোজ্ঞ প্যারেড প্রদর্শন করে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রামু সেনানিবাসের ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, বাংলাদেশ বিমান বাহিনীর কক্সবাজার ঘাঁটির এয়ার ভাইস মার্শাল এ এফ এম শামীমুল ইসলাম, বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ও ঊর্ধ্বতন কর্মকর্তারা, কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও স্থানীয় ব্যক্তিরা।

বিজিবির উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যা বাংলাদেশের সীমান্তে নজরদারি ও নিরাপত্তা আরও শক্তিশালী করবে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর