জামাইয়ের হাতে শাশুড়ি খুনের অভিযোগ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ২০:১০

ছবি : বাংলাদেশের খবর
চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকাসক্ত মেয়ের জামাইয়ের হাতে শাশুড়ি ছবুরা খাতুন (৭৫) খুনের অভিযোগ উঠেছে। অভিযুক্তের নাম মোবারক হোসেন (৪০)। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গলায় দড়ি পেঁচিয়ে বৃদ্ধাকে খুন করা হয়েছে।
শনিবার (১ মার্চ) উপজেলার ১২ নং খৈয়াছড়া ঝর্ণার সাবেক চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরীর বাংলো এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে শুক্রবার সন্ধ্যায় খৈয়াছড়ার কাঁঠাল বাগান এলাকা থেকে তিনি নিখোঁজ হন।
নিহত ছবুরা খাতুন উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পূর্ব খৈয়াছড়া কাঁঠাল বাগান এলাকার মজিবুল হকের বাড়ির মৃত মাওলা বক্সের স্ত্রী।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, গলায় দড়ি পেঁচিয়ে ওই বৃদ্ধাকে খুন করা হয়েছে। অভিযুক্ত মেয়ের জামাই মোবারক হোসেন প্রায়ই মাদকাসক্ত থাকতো। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে তিনি।
নিহত বৃদ্ধার ছেলে ওবায়দুল হক বলেন, আমার ছোট বোনের স্বামী মোবারক প্রায় মাদকাসক্ত থাকেন। মাদকাসক্ততার কারণে পরিবারের সাথে প্রায়ই বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে মাত্রাতিরিক্ত মাদকের সাথে যুক্ত হয়ে পড়া নিয়ে ঘরে ঝগড়াবিবাদ শুরু হয়। এরই জেরে ছবুরা খাতুনকে খুন করেছেন মোবারক। আমার মায়ের খুনের উপযুক্ত বিচার চাই।
মোবারক হোসেনের ছেলে মোশাররফ হোসেন বলেন, আমরা ছোটবেলা থেকে নানুর বাড়িতে থাকি। মায়ের বিয়ের পর থেকে বাবা মোবারক পরিবারের তেমন কোনো খোঁজখবর রাখেন না। তিনি মাদকসহ নানা খারাপ কাজের সাথে সম্পৃক্ত। বাবাই আমার নানুকে খুন করেছে। এ হত্যার যথাযথ বিচার চাই।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান বলেন, বৃদ্ধাকে গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। গলায় রশি পেঁচানো দাগ ও মুখেও দাগ রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সাফায়েত মেহেদী/এমবি