নোয়াখালীতে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে, গ্রেপ্তার ১

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ২১:২৭

নোয়াখালীর মাইজদীতে স্কুলছাত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে মো. মাসুদ নাকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১ মার্চ) ভোরে শহরের হাউজিং এলাকায় অচেতন অবস্থায় ওই ছাত্রীকে ফেলে চলে যায় অপহরণকারী। পরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্কুলছাত্রীর স্বজনরা জানান, গত ২৬ ফেব্রুয়ারি স্কুলে যাওয়ার পর নিখোঁজ হন ওই ছাত্রী। পরে এ ঘটনায় সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করে তার পরিবার। পুলিশ স্কুলছাত্রীকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। একপর্যায়ে শনিবার ভোরে ওই ছাত্রীর বোনের বাসার কাছাকাছি অচেতন অবস্থায় তাকে ফেলে চলে যায়।
খবর পেয়ে পুলিশ, স্থানীয় লোকজন ও স্কুলছাত্রীর পরিবার তাকে উদ্ধার করে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মাসুদকে গ্রেপ্তার করে। চিকিৎসক ও তার পরিবারের ধারণা, ওই স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণ করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, ভিকটিমের মা বাদী হয়ে অপহরণ ও ধর্ষণের অভিযোগ এনে একটি মামলা দায়ের করেছে।
দ্বীপ আজাদ/এমবি