Logo

সারাদেশ

চুয়াডাঙ্গায় ৩ ইটভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা

Icon

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ২১:৪০

চুয়াডাঙ্গায় ৩ ইটভাটার মালিককে ৬ লাখ টাকা জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

চুয়াডাঙ্গার জীবননগরে ৩টি ইটভাটায় অভিযান চালিয়ে ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইট পোড়ানোর অভিযোগে এ জরিমানা করা হয়। 

শনিবার (১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত জীবননগর উপজেলার বাঁকা, মাধবপুর ও নারায়ণপুরে এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। 

খুলনা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মমতাজ বেগমের নেতৃত্বে অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নরেশ চন্দ্র বিশ্বাস ও পরিদর্শক নাইম হোসেন।

ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০১৩ ও ২০১৯ মোতাবেক জীবননগর উপজেলার বাঁকার অনিক ব্রিকস, মাধবপুরের হিরো ব্রিকস ও নারায়ণপুরের এমএআরবি ব্রিকস প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় তিনি অবৈধ ইটভাটা বন্ধ, পোড়া ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ইট অথবা ফ্লাই অ্যাশ ইট তৈরিতে নির্দেশনা প্রদান করেন।

ফেরদৌস ওয়াহিদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর