নীলফামারীতে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ২১:৪৯

নীলফামারীর ডিমলায় অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে বাড়ির পাশের ভুট্টা ক্ষেতে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার হওয়ার পর শনিবার তাদের নীলফামারী আদালতে তোলা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের লতিফর রহমানের ছেলে আব্দুল কুদ্দুস (২৮) এবং নেসার উদ্দিনের ছেলে ছামিনুর রহমান (২৫)।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ভুক্তভোগী শিক্ষার্থীকে নীলফামারী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই শিক্ষার্থী গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়ির অদূরে একটি নলকূপে পানি তুলতে গেলে আব্দুল কুদ্দুস ও ছামিনুর রহমান তাকে বাড়ির পাশের ভুট্টাখেতে নিয়ে ধর্ষণ করেন। বাড়ি ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয় এবং পরে ভুট্টাখেতে হাত, পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করে।
এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে শুক্রবার রাতে ডিমলা থানায় একটি মামলা করেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
ডিমলা থানার অফিসার ইনচার্জ মো. ফজলে এলাহী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ডিমলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
রাসেদ খান/এমবি