Logo

সারাদেশ

আ.লীগের দোসররা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে : আসাদুজ্জামান আলী

Icon

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ০৮:১৯

আ.লীগের দোসররা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে : আসাদুজ্জামান আলী

ছবি : বাংলাদেশের খবর

কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলী অভিযোগ করেন, প্রতিপক্ষের লোকজন তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে তাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। 

তিনি বলেন, ‘আমি কোনো অনিয়ম, দুর্নীতি বা অপকর্মে জড়িত নই। আমি জীবন বাজি রেখে আন্দোলন করেছি এবং এখন আওয়ামী লীগের দোসররা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। স্বৈরাচার পতনের আন্দোলনে কুমারখালী থেকে সবচেয়ে বেশি অবদান রেখেছি আমি।’

শনিবার (০১ মার্চ) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলন করেন আসাদুজ্জামান আলী। লিখিত বক্তব্য পাঠ করে তিনি তার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্র ও অপপ্রচারের বিষয়ে ব্যাখ্যা দেন।

কুমারখালী শাখার সদস্য সচিব আরও বলেন, সম্প্রতি দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হওয়ার কারণে সরকার ‘ডেভিল হান্ট’ নামে একটি অভিযান পরিচালনা করছে। তারই ধারাবাহিকতায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর প্রথম দিনে কুমারখালী পৌর ছাত্রলীগের উপদপ্তর সম্পাদক মেজবাউল হক হৃদয়কে গ্রেপ্তার করা হয়। 

কিন্তু এ গ্রেপ্তারকে ঘিরে পতিত স্বৈরাচার সরকারের দোসররা ‘জুলাই গণঅভ্যুত্থান স্পিড’ নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করা হয়েছে, যা আমার ভাবমূর্তি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চেতনাকে ভূলুণ্ঠিত করেছে।

আসাদুজ্জামান বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে আমি কখনো কোনো অনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিলাম না। কিন্তু একটি কুচক্রী মহল গণঅভ্যুত্থানকে ব্যাহত করতে চায়। কোটা আন্দোলন থেকে শুরু করে ৯ দফা ও এক দফা আন্দোলনে আমার নেতৃত্ব কুমারখালীবাসী দেখেছে।

তিনি অভিযোগ করেন, আন্দোলনের সময় তার দোকান ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে এবং তাকে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে হয়রানি করা হয়েছে। তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ খুব সহজেই ভুলে যায় কে কী অবদান রেখেছে। সত্যকে উপেক্ষা করে মিথ্যাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কুমারখালী ও কুষ্টিয়ার অপরাজনীতির শিকার হয়েছি আমি।’

সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান দাবি করেন, তিনি কুমারখালী উপজেলা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগ মুক্ত করতে গিয়ে হামলার শিকার হয়েছেন। তিনি বলেন, যত কিছুই করি না কেন, কুমারখালীর অপরাজনীতির কাছে তা কখনোই গ্রহণযোগ্য হবে না। আন্দোলনের সময় আমার পাশে ছিলেন কুমারখালী উপজেলা জামায়াতের আমির আফজাল হোসেন, কুমারখালী যুবদলের আহ্বায়ক মিলন প্রামাণিক ও যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুল হাসান সবুজ। তারা আমাদের বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের জন্য সহযোগিতা ও উপদেশ দিয়েছেন।

আসাদুজ্জামান জানান, গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রতিপক্ষের ২০০-৩০০ জন তার বাড়িতে হামলা চালায়। এ সময় তিনি ও তার বাবা বাড়িতে ছিলেন না। হামলাকারীরা তার বাসার টিভি, ফ্রিজ, আসবাবপত্র ভাঙচুর করে এবং নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায়। প্রায় একঘণ্টা ধরে তারা তাণ্ডব চালায় বলে তিনি অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের দাবি জানিয়ে বলেন, আমি যদি কোনো অপরাধ করে থাকি, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করুক। আমি নিরপরাধ হলে আমার মানসম্মান যেন রক্ষা করা হয়।

আকরামুজজামান আরিফ/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর