Logo

সারাদেশ

জামালপুরে সড়ক দুর্ঘটনায় যাত্রী নিহত, বাসে আগুন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৩:৫৮

জামালপুরে সড়ক দুর্ঘটনায় যাত্রী নিহত, বাসে আগুন

জামালপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দেন। দুর্ঘটনা কবলিত বাসে অগ্নিসংযোগের প্রতিবাদে জামালপুর-ময়মনসিংহ সড়ক একঘণ্টা অবরোধ করে রাখে শ্রমিকরা।

রোববার (২ মার্চ) সকাল ৯টার দিকে সদর উপজেলার শরীফপুর ইউনিয়নের চেয়ারম্যান বাড়ি এলাকায় জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কাশেম (৩৫) শহরের হরিপুর আব্দুল আজিজের ছেলে। আহতদের নাম এখনো পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস শরীফপুর চেয়ারম্যান বাড়ির মোড়ে একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজন যাত্রী গুরুতর আহত হন। আহতদের মধ্যে আবুল কাশেম (৩৫) নামের এক ব্যক্তি ঘটনাস্থলে মারা যান। বাকি তিনজনকে আহত অবস্থায় জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা জামালপুর-ময়মনসিংহ সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন, যার ফলে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সল মো. আতিক জানান, বাসের ধাক্কায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতের মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মেহেদী হাসান/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

জামালপুর সড়ক দুর্ঘটনা বাসে আগুন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর