বাঁশখালীতে ছুরিকাঘাতে রিকশাচালক খুন

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৫:১৪
-67c4217b02144.jpg)
বাঁশখালীতে ছুরিকাঘাত করে জাহিদুল ইসলাম (২১) নামে এক রিকশাচালককে হত্যা করা হয়েছে।
শনিবার (১ মার্চ) রাত দশটায় উপজেলার সরল ইউপির বেড়িবাঁধ সংলগ্ন কানুনগোখীল ব্রিজের পূর্ব পাশে এই ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম বাঁশখালী পৌরসভার ভাদালিয়া গ্রামের মৃত হাবিব উল্লাহর পুত্র।
স্থানীয়রা জানান, রিকশা ভাড়া নিয়ে কথা কাটাকাটির জের ধরেই জাহিদুল ইসলামকে হত্যা করা হয়ে থাকতে পারে। তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন পথচারী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত এগারোটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুই মাস আগে জাহিদুলের পিতা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেলে সে জীবিকার তাগিদে অটোরিকশা চালাতে শুরু করে।
এ ব্যাপারে বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, নিহত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার মোবাইল, অটোরিকশাসহ কিছু ডকুমেন্ট জব্দ করা হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তাফহীমুল ইসলাম/এমএইচএস