স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ উপেক্ষা
দিনে ওসি প্রত্যাহার, রাতে পদায়ন!

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৬:২১
-67c431390a380.jpg)
কক্সবাজার সফরকালে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী চকরিয়া থানার ওসি মনজুরুল কাদের ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিক তাকে ‘উইথড্র’ করার নির্দেশ দেন।
শনিবার (১ মার্চ) এই নির্দেশ দেওয়া হলেও রাত না পোহাতেই কাদেরকে বদলি করা হয় কক্সবাজারের আরেকটি গুরুত্বপূর্ণ থানা উখিয়ায়।
কক্সবাজারের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ শাকিল আহমেদের স্বাক্ষরিত অফিস আদেশে এই বদলির বিষয়টি নিশ্চিত করা হয়। একই আদেশে উখিয়া থানার ওসি মুহাম্মদ আরিফ হোসাইনকে চকরিয়া থানায় বদলি করা হয়েছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার জসীম উদ্দিন জানান, ‘ওসি মঞ্জুর কাদেরকে চকরিয়া থেকে উখিয়ায় পদায়ন করা হয়েছে।’
এর আগে, শনিবার সকালে কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ে কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পর সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নজরে আনা হয় চকরিয়া থানার ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ।
তিনি তৎক্ষণাৎ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিকে ফোন করে ওসি মঞ্জুর কাদেরকে চকরিয়া থানার দায়িত্ব থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করে রাতের মধ্যেই ওসিকে উখিয়া থানায় বদলি করা হয়।
ইমতিয়াজ মাহমুদ ইমন/এমএইচএস