ব্যাটারির নকল পানির কারখানায় অভিযান, মালিকের কারাদণ্ড

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৬:৪০

ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুরে একটি কারখানায় ব্যাটারিতে ব্যবহারযোগ্য পানি হিসেবে বোতলজাত করা হচ্ছিল সাধারণ পানি। ব্যাটারিতে নকল পানি ব্যবহারের দায়ে কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ মার্চ) দুপুরে উপজেলার আবদার দক্ষিণপাড়া গ্রামে ‘রয়েল ব্যাটারি’ নামের একটি কারখানায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল।
সাজাপ্রাপ্ত ওই কারখানার মালিকের নাম নেওয়াজ শরীফ মিন্টু(৩২)। সে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামের জহির উদ্দিনের ছেলে।
অভিযানে পানি তৈরির সরঞ্জামসহ ৮শ কনটেইনার জব্দ করা হয়। একই সঙ্গে কারখানার মালিককে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার আবদার দক্ষিণপাড়া গ্রামে ‘রয়েল ব্যাটারি’ নামের অবৈধ কারখানাটি নামিদামি ব্র্যান্ডের লোগো ব্যবহার করে দীর্ঘদিন ধরে নকল ব্যাটারির পানি উৎপাদন করে বাজারজাত করছেন। কারখানার মালিক নেওয়াজ শরীফ মিন্টু অভিনব কৌশলে হ্যামকো, ভলবো, নাভানাসহ বিভিন্ন জনপ্রিয় কোম্পানির নামের মোড়ক লাগিয়ে প্রতারণা করছিল।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআই এর অনুমতি ছাড়া ওই ব্যক্তি কারখানা পরিচালনা করছিলেন। তারা সেখানে সাধারণ পানিকে ব্যাটারিতে ব্যবহার যোগ্য পানি হিসেবে বোতলজাত করার কর্মযজ্ঞ চালাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে ব্যাটারি পানি উৎপাদন করতে দেখা যায়। পরে কারখানা কর্তৃপক্ষকে আইনের আওতায় আনা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যাটারির পানি উৎপাদন কারখানা কর্তৃপক্ষকে শাস্তি দেওয়া হয়েছে। বিএসটিআইয়ের ২০১৮ সালের ৩০ ধারায় ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে কারখানার মালিক নেওয়াজ শরীফ মিন্টুকে ত্রিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।’
আতাউর রহমান সোহেল/এমআই