১৫ বছর পর শোলাকিয়া ঈদগাহে ইমামতি করবেন মুফতি ছাইফুল্লাহ

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৭:৫৮

মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহ। ছবি : সংগৃহীত
কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের ১৯৮তম জামাতের ইমাম হিসেবে মুফতি আবুল খায়ের মুহাম্মদ ছাইফুল্লাহকে পুনর্বহাল করা হয়েছে। ২০০৯ সালে বাদ দেওয়ার ১৫ বছর পর তিনি আবারও শোলাকিয়ার ঈদের জামাতের ইমামতি করবেন।
রোববার (২ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান।
শোলাকিয়া ঈদ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি নিয়োজিত থাকবে। এছাড়া সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।
দূরদূরান্ত থেকে আগত মুসল্লিদের সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ নামে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করবে।
প্রস্তুতিমূলক সভায় পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর রায়হান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছা. মোস্তারী কাদেরী, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, পিপি অ্যাডভোকেট জালাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আলেম সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভা সঞ্চালনা করেন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সদস্য সচিব ও কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া।
আব্দুর রউফ ভুঁইয়া/এমআই