Logo

সারাদেশ

সিলেটে সয়াবিন তেলের সংকট সমাধানে ডিসির উদ্যোগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক, সিলেট

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৮:৩৫

সিলেটে সয়াবিন তেলের সংকট সমাধানে ডিসির উদ্যোগ

সিলেটে সয়াবিন তেলের সংকট মোকাবিলায় উৎপাদন ও সরবরাহকারী কোম্পানিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ। বৈঠকে কোম্পানির প্রতিনিধিরা জানান, সয়াবিন তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, তবে পরিবহন সমস্যার কারণে সিলেটে তেলের সংকট দেখা দিয়েছে।

জেলা প্রশাসক কোম্পানিগুলোকে বিকল্প পরিবহন ব্যবস্থায় তেল সরবরাহের পরামর্শ দিয়েছেন। পাশাপাশি, প্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন যে, অন্যান্য পণ্য কেনার শর্তে সিলেটে সয়াবিন তেল বিক্রি করা হবে না।

রোববার (২ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ডিসি জানান, কিছু কোম্পানি উৎপাদন বন্ধ রাখায় সংকট তৈরি হয়েছিল, তবে অন্যান্য কোম্পানি এই ঘাটতি পূরণ করেছে। পরিবহন সংকটের কারণে তেলের সরবরাহে বিঘ্ন ঘটছে। আগে ঢাকা থেকে পাথর নিয়ে আসা খালি ট্রাক সিলেটে তেল পরিবহনে ব্যবহার করা হতো, কিন্তু এখন আর ট্রাক পাওয়া যাচ্ছে না।

তিনি আরও জানান, কোম্পানিগুলোকে বিকল্প পরিবহন ব্যবস্থায় তেল সরবরাহ নিশ্চিত করার কথা বলা হয়েছে এবং আজ থেকেই সিলেটে তেল সরবরাহ স্বাভাবিক হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।

(মো. রেজাউল হক ডালিম, সিলেট)

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর