ফেনীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন প্রতিষ্ঠানের জরিমানা

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৮:৫৫

ছবি : বাংলাদেশের খবর
ফেনীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। রোববার (২ মার্চ) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এ জরিমানা করেন।
জানা গেছে, পবিত্র রমজানকে সামনে রেখে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন ফেনী শহরের বড় বাজারে অভিযান চালায়। এ সময় অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রর্দশনী না থাকায় খেজুর ব্যবসায়ী শাহ আলম ৫ শত টাকা, ওমর ফারুক ১ হাজার, নুরুল আবছারের ফল দোকানকে ৫ হাজার জরিমানা করা হয়।
অভিযানে জেলা পুলিশ ও জেলা কৃষি বিপণন অফিসার সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন বলেন, ‘রমজান মাস জুড়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করবে।’
এম. এমরান পাটোয়ারী/এমআই