Logo

সারাদেশ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৯:৪৬

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনরত তরুণী। ছবি : বাংলাদেশের খবর

কুড়িগ্রামে বিয়ের দাবিতে মামুন রানা নামে এক ব্যক্তির বাড়িতে অনশনে বসেছেন শারমিন নাহার (২৫) নামে এক তরুণী। 

অভিযুক্ত মামুন রানা সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের সিতাইঝাড় গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে। তিনি বগুড়ার আদমদিঘীতে একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করেন।

অভিযোগ উঠেছে, বিয়ের প্রলোভন দেখিয়ে গত সাত মাস ধরে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন মামুন। দুই দিন আগে মামুন তাকে বগুড়ায় নিয়ে যায়। সেখান থেকে হঠাৎ এক বাসায় মশার কয়েল আনার কথা বলে পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় বাড়িতে ফিরে আসেন তিনি।  

এদিকে, বাড়ি ফেরার পর পরিবারও তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানায়। নিরুপায় হয়ে তিনি মামুনের বাড়িতে অনশনে বসেন। 

শারমিন নাহার অভিযোগ করে বলেন, ‘মামুনের পরিবারের সদস্যরা তাকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। বর্তমানে মামুনের চাচার বাড়িতে অবস্থান করছি। মামুনের সাথে বিয়ে না দিলে আত্মহত্যা করব।’  

স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন, ‘মামুন ও শারমিনের দীর্ঘদিনের সম্পর্কের কথা সবাই জানে। কিন্তু মেয়েটির সঙ্গে এমন প্রতারণা করা ঠিক হয়নি।’  

মামুনের ভাই বলেন, ‘শারমিনকে আবার বগুড়া পাঠালে মামুন তাকে বিয়ে করবে। তবে পরিবার কোনো ঝুঁকি নিতে চায় না।’  

এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বলেন, ‘এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’  

ফজলু ফরাজী/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর