Logo

সারাদেশ

কয়রা প্রেসক্লাবের সভাপতি সদরউদ্দিন, সম্পাদক কামাল

Icon

খুলনা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:২৫

কয়রা প্রেসক্লাবের সভাপতি সদরউদ্দিন, সম্পাদক কামাল

খুলনার কয়রা প্রেসক্লাবের ১৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। রোববার প্রেসক্লাবের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে দৈনিক পূর্বাঞ্চল ও দেশের কণ্ঠের সাংবাদিক সদরউদ্দিন আহমেদকে সভাপতি ও দৈনিক খোলা কাগজের সাংবাদিক কামাল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি আবু বকর ও আলাউদ্দিন, সহসাধারণ সম্পাদক নিতীশ সানা ও মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল আকবর, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমীন।

নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা মাওলা বক্স, হারুন অর রশীদ, সিরাজউদ্দৌলা লিংকন, ইমতিয়াজ উদ্দিন ও তারিকুল ইসলাম।

এর আগে ক্লাবের সাবেক আহ্বায়ক সমকাল পত্রিকার সাংবাদিক হারুন অর রশীদের সভাপতিত্বে ক্লাবের জরুরি সভায় সর্বসম্মতিক্রমে আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠনের লক্ষ্যে পূর্বের আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

ত‌রিকুল ইসলাম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর