Logo

সারাদেশ

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১১:০৩

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

গাজীপুরের ভোগরা বাইপাস এলাকায় অসুস্থ এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার (৩ মার্চ) সকালে প্যানারোমা গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। 

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (ট্রাফিক) অশোক কুমার পাল জানান, রোববার (২ মার্চ) প্যানারোমা গার্মেন্টসের এক শ্রমিক অসুস্থ হয়ে পড়লেও ছুটি না পাওয়ায় তাকে কাজে যোগ দিতে বাধ্য করা হয়। পরে তিনি মারা যান বলে অভিযোগ করেছেন শ্রমিকরা।

ঘটনার পর ক্ষুব্ধ শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ভোগরা বাইপাস মোড় থেকে বোর্ডবাজার ও চান্দনা চৌরাস্তা পর্যন্ত দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ ঘটনায় আশপাশের অনেক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। তবে নিহত শ্রমিকের নাম পরিচয় জানা যায়নি। বিক্ষোভের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

  • এমএএস/ওএফ
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর