Logo

সারাদেশ

ধাওয়া দিয়ে ধরতে না পেরে ‘চোরদের’ বাড়ি ভাঙচুর

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:২১

ধাওয়া দিয়ে ধরতে না পেরে ‘চোরদের’ বাড়ি ভাঙচুর

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার আতাদি গ্রামে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে এলাকাবাসীর প্রতিরোধের মুখে চোর চক্রের সদস্যরা পালিয়ে গেছে। রোববার (২ মার্চ) সকালে এ ঘটনার পর ক্ষিপ্ত এলাকাবাসী চোরদের বাড়িঘর ভাঙচুর করেন। 

শনিবার দুপুরে আতাদি রেললাইনের পাশের একটি বৈদ্যুতিক খুঁটি থেকে তার কেটে চুরি করার সময় স্থানীয় বাসিন্দা বজলু খাঁ চোরদের দেখে ফেললে তিনি চিৎকার করেন। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে আসলে চোরেরা পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাদের মধ্যে রুবেল শেখ (২১) ও রিয়াজ শেখ (২২) নামে দুজনকে চিহ্নিত করতে সক্ষম হন। রুবেল শেখ আতাদি গ্রামের আজগর শেখের ছেলে এবং রিয়াজ শেখ জলিল শেখের ছেলে বলে জানা গেছে।

এ ঘটনার পর থেকে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। রোববার (২ মার্চ) সকালে তারা রুবেল শেখ ও রিয়াজ শেখের বাড়ি ছাড়াও আরও তিনটি বাড়ি ভাঙচুর করেন। তবে ভাঙচুর করা বাড়ির কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।

এদিকে, ভাঙ্গা বিদ্যুৎ অফিসের লাইনম্যান কামাল হোসেন জানান, আতাদি গ্রামের রেললাইনের সংলগ্ন একটি বৈদ্যুতিক খুঁটি থেকে প্রায় এক বছর আগে ১১ লাখ টাকার বৈদ্যুতিক উপকরণ চুরি হয়ে যায়। শনিবারের ঘটনার পুনরাবৃত্তি ঘটে, যখন চোরেরা ফের বৈদ্যুতিক তার কেটে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

ভাঙ্গা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) ইন্দ্রজিৎ মল্লিক বলেন, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মোসলেউদ্দিন ইমরান/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর