মূল্য তালিকা না থাকায় ফল ব্যবসায়ীকে জরিমানা

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৯:২১
-67c5ace928993.jpg)
ফরিদপুরের আলফাডাঙ্গায় পবিত্র মাহে রমজানে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় মূল্য তালিকা না থাকায় এক ফল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) দুপুরে আলফাডাঙ্গা সদর বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় মূল্য তালিকা না থাকায় জাকির হোসেন নামে এক ফল ব্যবসায়ীকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। একই সঙ্গে বাজারের তরমুজ ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
এ সময় আলফাডাঙ্গা থানা পুলিশের একটি দল ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বলেন, পবিত্র মাহে রমজান মাসে কোনো ব্যবসায়ী যাতে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি না করে তার জন্য সতর্ক করা হয়েছে। যদি কোনো অসাধু ব্যবসায়ী পবিত্র রমজানকে পুঁজি করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বেশি দামে বিক্রি করে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ছাড়া তিনি বাজারের ব্যবসায়ীদের উদ্দেশে রমজানের পবিত্রতা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
রাকিব/বিএইচ