Logo

সারাদেশ

চাঁদপুরে তেলের কৃত্রিম সংকট, ৩ প্রতিষ্ঠানের জরিমানা

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১৯:২১

চাঁদপুরে তেলের কৃত্রিম সংকট, ৩ প্রতিষ্ঠানের জরিমানা

ছবি : বাংলাদেশের খবর

পবিত্র রমজান উপলক্ষে চাঁদপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের বাজার স্থিতিশীল রাখতে জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) সকাল থেকে শহরের বড় পাইকারি ও খুচরা বাজার পালবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন।

এসময় কৃত্রিম উপায়ে বাজারে ভোজ্যতেলের সংকট, মূল্য তালিকা না থাকা ও পণ্যের দাম বেশির রাখাসহ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় ৩ প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।  

অভিযানের সময় বাজারের দোকানিরা ভোজ্যতেল ক্রেতাদের কাছে বিক্রি না করে অবৈধভাবে মজুদ রাখে। পরে দোকানের গোডাউন থেকে সেসব পণ্য উদ্ধার করে জনগণের কাছে বিক্রির উদ্যোগ গ্রহণ করেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্যরা।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকারিয়া হোসেন বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ, মো. মাসুদ রানা, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মাসুদ রানা, জেলা মৎস্য জরিপ কর্মকর্তা ফারজানা আক্তার, কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক বিপ্লব সরকারসহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।’

আলআমিন ভূঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর