Logo

সারাদেশ

বগুড়ায় বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

Icon

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ২০:২০

বগুড়ায় বিস্ফোরক মামলায় দুই আ.লীগ নেতা গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

বগুড়ার শেরপুর উপজেলায় হামলা, বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।  

আটককৃতরা হলেন- কুসুম্বী ইউনিয়ন আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম (৫৯)। অপরজন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম কিরণ (৪৬)।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।’

আব্দুল ওয়াদুদ/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর